আগামীকাল বুধবার (২১ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা হতে যাচ্ছে। এ সভায় ভার্চুয়ালি যোগ দেবেন আত্মগোপনে থাকা বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারেন তিনি।
২০ আগস্ট, মঙ্গলবার জরুরি বোর্ড সভার তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। ওই পরিচালক বলেন, ‘জরুরি বোর্ড সভা ডেকেছে কাল বেলা ১১টায়। সব পরিচালককেই উপস্থিত হওয়ার কথা। মেইলও পেয়েছি ইতোমধ্যে।’
গঠনতন্ত্র অনুযায়ী কমপক্ষে ৯ জন বোর্ড পরিচালককে উপস্থিত থাকতে হবে সভায়। এ ছাড়া শুধু সভাপতির এখতিয়ার রয়েছে বোর্ড সভা ডাকার। সবকিছু বিবেচনায় বুধবারের সভায় নির্ধারিত হবে বিসিবির ভবিষ্যৎ।