ইতোমধ্যে নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ৮ দল। সুপার এইটে দায়িত্বপ্রাপ্ত ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে তিন ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে বুধবার (১৯ জুন) থেকে লড়াইয়ে নামবে দলগুলো। তার আগে এ পর্বের ১২ ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
যেখানে তিন ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২১ জুন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তার আগে ১৯ জুন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশি এ আম্পায়ার।