বিনা খরচে হজ করবে যুদ্ধবিধ্বস্ত ২ হাজার ফিলিস্তিনি

Spread the love

ইসরায়েলের টানা আট মাসের আগ্রাসনে বিপর্যস্ত গাজার দুই হাজার বাসিন্দাকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
সোমবার (১০ জুন) সৌদি আরবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে এই উদ্যোগের আওতায় দুই হাজার ফিলিস্তিনি সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুযোগ পাবেন।
বাদশাহ সালমানের নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য ‘হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস ফ্রম দ্য ফ্যামিলিস অব মার্টায়ার্স অ্যান্ড দ্য ওউন্ডেড ফ্রম দ্য গাজা স্ট্রিপ’ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
এই উদ্যোগের আওতায় ফিলিস্তিন থেকে মোট ২ হাজার তীর্থযাত্রী সৌদি আরব আসবেন।
সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ বলেছেন, এই পদক্ষেপটি ফিলিস্তিনের জন্য সব স্তরে আমাদের দেশের (সৌদি আরবের) অটল সমর্থনকেই তুলে ধরে।
শেখ আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শায়েখ আরও বলেছেন, এই ব্যতিক্রমী উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণ যেসব কষ্ট-দুর্দশার সম্মুখীন সেগুলোকে কিছুটা প্রশমিত করবে।
সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠাকালীন বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে দেশটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *