অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।
৮ আগস্ট, বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটি সাজানো গোছানোর কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ভবনের চারপাশের সীমানা প্রাচীরের গাছের ঝুল কাটা হচ্ছে। কেউ সীমানা প্রাচীরের পরিষ্কারে ব্যস্ত আছেন। আবার কেউ ভেতরে ঝাড়ু দিচ্ছেন। কেউ ব্যস্ত সাজসজ্জার কাজে। কারও দম ফেলানোর কোনো ফুরসত নেই।
একজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘মাঠের ঘাস কাটা ও গাছগাছালি পরিষ্কার হয়েছে। কিছু কাজ বাকি আছে। দ্রুত সময়ের মধ্যে তা শেষ হবে।’
সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা বলেন, ‘এবারও প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল থেকেই কাজ শুরু হয়েছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন। ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এই ভবনেই ছিলেন।