বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকাজুড়ে ‘উচ্চ সতর্কতা’ জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিএসএফের ভারপ্রাপ্ত প্রধান দিলজিত সিং চৌধুরী এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণে কলকাতায় এসেছেন।
৫ আগস্ট, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেছেন। দুপুরের দিকে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েন।
এর পর, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন। সেনাপ্রধান একটি অন্তর্বর্তী সরকার গঠন করার কথা বলেন।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশজুড়ে তিন দিনের কারফিউ জারি হয়েছে। তবে সেনাপ্রধান বলেছেন, প্রয়োজন না থাকলে কারফিউ তুলে নেওয়া হবে।