রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পরে পররাষ্ট্র ভবনে বাইরে থেকে ইট পাটকেল নিক্ষেপের করে ভবনের সামনে অগ্নিসংযোগের চেস্টা করা হয়েছে।
রবিবার (৪ আগস্ট) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
এদিকে সংঘর্ষের কারণে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে ৬ নম্বর ভবনের ২০ তলায় মানুষ আতঙ্কে রয়েছেন। সচিবালয়ের গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।