চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহতদের স্মরণে ঢাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই, বুধবার দুপুর সাড়ে ৩টায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা কফিন বহন করে মিছিল নিয়ে ভিসি চত্ত্বরে জড়ো হতে শুরু করে। এসময় তারা ৬টি কফিন নিয়ে আসে। প্রতিটি কফিন সাদা কাপড় দিয়ে জাতীয় পতাকা বেষ্টিত করে রাখে শিক্ষার্থীরা।
বুধবার বিকেলে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কয়েক শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়।