রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেপ্তার

Spread the love

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক আরসা কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া কমান্ডারের নাম নুরুল ইসলাম (৪৫)। তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাতে উখিয়ার পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৮ আমর্ড পুলিশ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম ১৩ নং ক্যাম্পের গোলাম হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার হিসাবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি জানান, আমর্ড পুলিশের গোয়েন্দা সূত্রে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার গোপন খবরে ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নুরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *