সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, গ্রেফতার এড়াতে গোলাম দস্তগী বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া (১৭) নামে এক ছাত্র নিহতের ঘটনায় গত ২১ আগস্ট শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হত্যা করেন রোমানের খালা রিনা।