লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার মেরনে অবস্থিত ইসরাইলি সরকারের ৫০৬ বিমান নজরদারি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি সংবাদ সূত্র জানিয়েছে, অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং এর আশেপাশে বিপদসংকেত সাইরেনের শব্দ শোনা গেছে।
ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো জানায়, লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মাউন্ট মেরন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
সেই সঙ্গে ইসরাইলি সূত্র এও দাবি করেছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রকেটকে বাধাগ্রস্ত করেছে।
এদিকে আরব নিউজ জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ইসরাইল অধিকৃত শেবা ফার্মস এবং আপার গ্যালিলির দুটি অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরাইলি শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস ৭ অক্টোবর দখলদার সত্তার বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর, অবরুদ্ধ গাজায় ইসরাইল তার নৃশংস আগ্রাসন শুরু করে।
ইসরাইলি বাহিনী ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং সেখানে বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ২৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৩ হাজার ১৪৪ জন। সূত্র: মেহের নিউজ