রাষ্ট্র সংস্কারে এই সরকারকে যৌক্তিক সময় দেয়ার পক্ষে আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
৯ আগস্ট, শুক্রবার দুপুরে বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
চুন্নু বলেন, কমিশন গঠন করে শিক্ষার্থী জনতা ও পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে জাতীয় পার্টি। সেগুলোর মধ্যে নির্বাচন পদ্ধতির পরিবর্তন, গনতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ অন্যতম।
এছাড়াও প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সংসদীয় কমিটি শক্তিশালী করার বিষয়েও দাবি তোলেন তারা।
বক্তব্যে মন্ত্রী, এমপি, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার দাবিও জানান জাতীয় পার্টির নেতারা।