ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কোটা আন্দোলনকারীরা।
৩ আগস্ট, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কের অবস্থান নেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কুট্টা পাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বরোড় মোড়সহ আশপাশ এলাকা প্রদিক্ষণ করে। মহাসড়কের অবস্থান নেওয়ার কারণে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলন চলাকালে যেকোনো সহিংসতা এড়াতে মোতায়েন ছিল বিজিবি।
এ সময় পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ও ডিবি সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেন। তবে আন্দোলন চলাকালে কোন সহিংসতার ঘটনা ঘটেনি।
জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, বিক্ষোভ মিছিলকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিবেশ এড়াতে পুলিশ তৎপর ছিল। আন্দোলকারীরা কোনো ধরনের সহিংসতা না করায় পুলিশও তাদের উপর বল প্রয়োগ করেনি।