সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে

Spread the love

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে আন্দোলনকারীরা।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-5450504941871955&output=html&h=280&adk=745797130&adf=2991542305&w=731&abgtt=3&fwrn=4&fwrnh=100&lmt=1721280231&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5251334678&ad_type=text_image&format=731×280&url=https%3A%2F%2Fwww.bbarta24.net%2Fnational%2F277495&fwr=0&pra=3&rh=183&rw=730&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&dt=1721280221308&bpp=3&bdt=12464&idt=3&shv=r20240716&mjsv=m202407150101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D12c95234511b0fd7%3AT%3D1714554373%3ART%3D1721280105%3AS%3DALNI_MbiZoqaUh0McWlPpPSeP5Waqhk_Iw&gpic=UID%3D00000e021abd6d67%3AT%3D1714554373%3ART%3D1721280105%3AS%3DALNI_MbTYgID43b_4kjmbx6Orla9PYmZqg&eo_id_str=ID%3Daa88b6ad1fd655be%3AT%3D1714554373%3ART%3D1721280105%3AS%3DAA-AfjZ9bw1hVGUPQY0qXAYfGgxT&prev_fmts=728×90%2C991x280%2C0x0&nras=3&correlator=5585205535267&frm=20&pv=1&ga_vid=1116579439.1721115088&ga_sid=1721280217&ga_hid=823639776&ga_fc=1&u_tz=360&u_his=4&u_h=768&u_w=1024&u_ah=728&u_aw=1024&u_cd=24&u_sd=1&dmc=2&adx=194&ady=1256&biw=991&bih=530&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C42531706%2C44798934%2C95332590%2C95334528%2C95334829%2C95337869%2C31084184%2C95336266&oid=2&pvsid=1009417974543634&tmod=702381413&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bbarta24.net%2F&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C1024%2C0%2C1024%2C728%2C1008%2C547&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&bz=1.02&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&dtd=10321

এর আগে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই পোস্টে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।

সেখানে আরও বলা হয়, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পোস্টে আরও বলা হয়, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এরপরও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *