চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলিতে নিহত ২

Spread the love

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তসলিম উদ্দিন বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ দুজনের লাশ আনা হয়েছে। এদের মধ্যে একজন হলেন চট্টগ্রাম কলেজের ছাত্র আকরাম। তবে নিহত পথচারীর পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া সাত থেকে আটজন গুলিবিদ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে এসেছেন বলে জানান তিনি।

এদিকে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া আন্দোলনকারী একজনের চোখে গুলি লাগার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *