ভারতের উত্তর প্রদেশের হথরসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২ জুলাই, মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শিবের জন্য একটি ‘সৎসঙ্গ’ (প্রার্থনা সভা) চলাকালীন পদদলিত হওয়ার এ ঘটনা হয়। স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাস এবং ট্যাম্পুতে করে অনেকের নিথর দেহ নিয়ে আসা হয়েছে। সেই সময় তাদের আত্মীয়-স্বজনরা কান্নাকাটি করছিলেন।
ওই এলাকার চিফ মেডিকেল অফিসার ডা. উমেশ কুমার ত্রিপাঠী বলেছেন, আমরা ২৭টি মৃতদেহ পেয়েছি, যার মধ্যে ২৫ জন নারী। আহত কয়েকজনকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছি, একটি ‘সৎসঙ্গ’ চলাকালীন পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ইটাহ’র সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার জানিয়েছেন, হথরসের সিকান্দ্রা রাও থানার সীমানার মধ্যে একটি গ্রামে পদদলিত হয়ে নিহতদের মধ্যে তিন শিশু ও যার মধ্যে ২৩টি নারী রয়েছে।
ওই অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী জানিয়েছেন, স্থানীয় এক ধর্মীয় গুরুর সম্মানে প্রার্থনা সভাটি আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদলিত হওয়ার ঘটনা ঘটে।