বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া হাট সংলগ্ন একটি লোহার সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার কাজ চালানো হচ্ছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া মাইক্রোবাসের মধ্যে আরো মরদেহ রয়েছে।