প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাক্ষাৎ

Spread the love

ভারতের রাজধানী নয়া দিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ।
১০ জুন, সোমবার নয়া দিল্লির আইটিসি হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই রাষ্ট্রপ্রধান স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।
আজই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।
এর আগে রোববার শপথের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত ছিলেন তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণাএশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল।
তার আগে বিজেপির জ্যেষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদভানি এবং ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে যোগ দিতে শনিবার নয়া দিল্লি সফরে যান শেখ হাসিনা। আজ বিকেলে তার ঢাকার উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে।
এসময় দুই দেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *