গুচ্ছ অধিভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকের (সম্মান) ১ম ধাপের ভর্তি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ৭২টি আসন ফাঁকা রয়েছে।
১০ জুন, সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান।
ড. মো. সাইফুর রহমান জানান, এখন পর্যন্ত ১০৩০টি আসনের মধ্যে ৯৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ১ম ধাপের ভর্তি শেষে ৭২টি আসন ফাঁকা রয়েছে।
তবে কোন ইউনিটে কতটি আসন ফাঁকা রয়েছে তা জানা যায়নি।
এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু অনলাইনে আবেদন করেছিল। প্রতি আসনের বিপরীতে ১৮ জন আবেদন করেন।