ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা, টস বিলম্ব

Spread the love

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচের। ম্যাচ শুরু হওয়ার কথা সাড়ে ৮টায়। তবে আগেই পূর্বাভাস ছিল ভারত-পাকিস্তান ম্যাচের আগে বৃষ্টি বাধা আসতে পারে।
আভাস অনুযায়ী টস শুরুর আধঘণ্টা আগেই নাসাউ কাউন্টির মাঠে শুরু হয়েছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির বেগ বেড়েছে। যদিও মিনিট বিশেক পরেই থেমে যায় বৃষ্টি। তবুও সাবধানতা হিসেবে পুরো পিচ এখন পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল অনেকটা সময় পর্যন্ত।
ফলে সময়মতো টস করতে নামতে পারেননি দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বাবর আজম। ভেজা মাঠ হওয়ায় টস করা যায়নি।
তবে দ্রুত বৃষ্টি থেমে যেতে দেখা গেছে। যদিও ভেজা আউটফিল্ড হওয়ার কারণে ম্যাচ কখন মাঠে গড়াবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও (রাত ৮টায়) ম্যাচ কর্মকর্তারা মাঠ পর্যবেক্ষণ করেছেন। কিছুক্ষণ পর আরও একবার পর্যবেক্ষণ করা হবে। এরপরই সিদ্ধান্ত দেয়া হবে ম্যাচ সময়মত মাঠে গড়াবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *