অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ১৫ জুন। খবর হিন্দুস্থান টাইমস।
অর্থাৎ চলতি মাসের তৃতীয় সপ্তাহেই লোকসভা সরব হয়ে উঠবে সরকারি-বিরোধী উভয় শিবিরেরই তুখোড় ভাষণে।
এর মধ্যে প্রথম দু’দিন যাবে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণে। প্রথা অনুযায়ী অধিবেশন তলব করার আগে নির্বাচন করতে হবে স্পিকার। সূত্রের খবর, এই কাজটি এনডিএ করতে পারে সোমবারই (১০ জুন)।
এদিনই লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মাধ্যমেই অষ্টাদশ লোকসভার সূচনা হবে।
১৫ জুন শুরু হওয়া অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনেই নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাংসদদের পরিচয় করিয়ে দেবেন সরকারের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ জুন শুরু হওয়া লোকসভা অধিবেশন চলতে পারে ২২ জুন পর্যন্ত।
যেহেতু এবার লোকসভা নির্বাচন ছিল, তাই বাজেট নয়, পেশ হয়েছিল ভোট অন অ্যাকাউন্ট। এই অধিবেশনে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে।
উল্লেখ্য, দেড়মাস ধরে চলা অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয় গত ৪ জুন। এই নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪০ আসন গিয়েছে তাদের ঝুলিতে। কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। এনডিএ জিতেছে ২৯৩টিতে এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৫ আসন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার গঠন করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট