নবীনগরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে বিনামূল্যে কৃষি জমির মাটি পরীক্ষা

Spread the love

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ , নবীনগর প্রতিনিধি

নবীনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারে মাটি পরীক্ষা করার আয়োজন করা হয়। কৃষি জমির সঠিক ফসল উৎপাদন নিশ্চিত করতে জমির জৈব পদার্থ এবং খনিজ উপাদানের মান যাচায় এ পরীক্ষা করে জানা যায়। বর্তমানে আমাদের দেশের কৃষকরা এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসল ঘরে তুলতে জমিতে ব্যাপক হারে অনিয়ন্ত্রিতভাবে অনুমান নির্ভর রাসয়নিক সার প্রয়োগ করে যাচ্ছেন। অন্যদিকে কতিপয় অত্যাবশ্যকীয় সার আদৌ ব্যবহার করছেন না। এতে মাটির উর্বরা শক্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি অপচয় হচ্ছে মূল্যবান রাসয়নিক সার, হারাচ্ছে মাটির অনুজীবের কার্যকারীতা। অতিরিক্ত রাসয়নিক সার মাটির নিচে চুয়ে, নদী-নালায় মিশে যাচ্ছে। আবার গ্যাস হয়ে বায়ুমন্ডলে মিশে পরিবেশ দূষিত করছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.জাহাঙ্গীর আলম লিটন জানান, আমরা নবীনগর উপজেলা থেকে ২২০টি মাটির নমুনা সংগ্রহ করেছি। বিনামূল্যে মাটি
পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার সঠিকভাবে অনুসরণ করতে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার কাজ সারাদেশে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *