ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যদের মৃত্যুতে তাদের সম্মানে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এক্সে লিখেছেন, একদিনের শোক পালন করবে পাকিস্তান। প্রেসিডেন্ট রইসি, তার সঙ্গী, ভ্রাতৃপ্রতীম ইরানের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত। সরকার এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ইরানি জাতির এই ভয়াবহ ক্ষতিতে আমি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করছি।
তিনি লিখেছেন, সাহসের সঙ্গে এই ট্রাজেডিকে ইরানের জনগণ পার করবে। তিনি আরও জানান, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মানসুরি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে রইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিয়োগাত্মক এই দুর্ঘটনায় গভীর হতাশা ও শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রেসিডেন্টের বাসভবন থেকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, একজন মহান বন্ধুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পাকিস্তান। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন। ইরানি জনগণকে এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দান করুন। তিনি আরও বলেন, ইরানের এই প্রেসিডেন্টকে খুব বেশি মিস করবে পাকিস্তান এবং তাকে স্মরণে রাখবে ইরান, পাকিস্তান এবং ইসলামিক দেশগুলো।