সৌদি পৌঁছেছেন ১৮৬৫১ হজযাত্রী

Spread the love

চলতি বছর পবিত্র হজ পালনের উদেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৮ হাজার ৬৫১ হজযাত্রী । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৯০৪ জন সৌদি আরব গেছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮০ হাজার ৬৯৫ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *