আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ , নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (চতুর্থ পর্যায় ) গতকাল (০৯/০৫/২৪) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে ৯জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে-সিরাজুল ইসলাম ফেরদৌস (আওয়ামীলীগ), কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু (আওয়ামীলীগ), মোহাম্মদ শাহ আলম (আওয়ামীলীগ), মো. ফারুক আহমেদ (বিএনপি সমর্থক), এইচ এম আল আমিন আহমেদ (আওয়ামীলীগ), আবদুল মতিন (জাতীয় পাটির কর্মী), মোহাম্মদ হাবিবুর রহমান (আওয়ামীলীগ), মোহাম্মদ মনিরুজ্জামান মনির (আওয়ামীলীগ), মোছাম্মৎ নুরুন্নাহার বেগম (আওয়ামীলীগ)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে- মোহাম্মদ খাইরুল আমিন , মোহাম্মদ সাইফুল আলম ভূইয়া, সঞ্জয় সাহা, মোহাম্মদ এমরান হোসেন, মো. মোশাররফ হোসেন সরকার, সারোয়ার আহমেদ ভূঁইয়া পলাশ, মেহেদী হাসান, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ মোমেনুল হক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে- সাবিনা ইয়াছমিন পুতুল, মাহমুদা আক্তার শিউলি, মোছেনা বেগম, শিউলী রহমান।
উল্লেখ্য ২১ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৩১০ জন। মনোনয়ন পত্র জমা শেষে বিকেলে রিটার্নিং অফিসার (অতিরিক্ত জেলা প্রশাসক) মো. আবদুল্লা আল মামুন এ তথ্য জানান।