রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন কে হাঁসবে বিজয়ের হাঁসি

Spread the love

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ৮ মে ২০২৪ রোজ বুধবার অনুষ্টিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর
উপজেলা পরিষদ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে, প্রচার-প্রচারণা বৃদ্ধি
পাচ্ছে। প্রার্থীরা বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে টানার প্রাণপন চেষ্টা করে
যাচ্ছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৩ জন ও বিএনপি
থেকে বহিস্কৃত একজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। উপজেলা
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপ-জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার,
(গোড়া) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক
এ টি এম মনিরুজ্জামান সরকার, (কই মাছ) সাবেক সিনিয়র সহ-সভাপতি
নাসিরনগর উপজেলা বিএনপি ওমরাও খান, (আনারস) আহ্ধসঢ়;বায়ক বঙ্গবন্ধু
সাংস্কৃতিক পরিষদ উপজেলা শাখা প্রমোদ রঞ্জন সুত্রধর (মোটর সাইকেল)।
গত ৩ রা মে চেয়ারম্যান প্রার্থী প্রদীপ কুমার রায় (সাবেক ভাইস চেয়ারম্যান)
অসুস্থতা জনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তার প্রতীক ছিল (দোয়াত
কলম)।
নির্বাচনের দিন যত ঘনিয়া আসছে ভোটারদের মধ্যে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা
যাচ্ছে। শুরু হচ্ছে যোগ- বিয়োগের খেলা। এবারে নির্বাচনে প্রকাশ্য ভোটারের
চেয়ে নীরব ভোটারের সংখ্যাই বেশি বলে জানা যায়। নীরব ভোটারের মধ্যে আছে
আওয়ামী লীগের একাংশ, বিএনপি (ভোট বর্জনকারী) দল, জাতীয় পার্টি,
ইসলামিক বিভিন্ন ছোট ছোট দল,ও সংখ্যালঘু সম্প্রদায় (হিন্দু ভোটার)।
এসব নীরব ভোটারদের যে প্রার্থী বেশি কাছে টানতে পারবে সেই প্রার্থী
আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার
বিভিন্ন জায়গা ঘুরে ভোটারের সাথে কথা বললে তারা জানায়, উপজেলা নির্বাচন
শুরুতে ছিল দ্বি মুখী, পরে ত্রি মুখী ও বর্তমানে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা
রয়েছে বলে জানা গেছ। তবে এবারের উপজেলা নির্বাচনে নীরব বিপ্লব ঘটতে পারে
বলে বিভিন্ন ভোটার সুত্রে জানা গেছে। এবারের উপজেলা নির্বাচনে রোমাকে
অনেকেই হেভীওয়েট প্রার্থী বলে মনে করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *