গভীর রাতে মহাসড়কে ধস, চীনে নিহত প্রায় ১৯

Spread the love

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের এক পাশে ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকেই।
১ মে, বুধবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সিসিটিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে গুয়াংডং প্রদেশের মেইঝু শহর ও ডাবু কাউন্টির মধ্যবর্তী এস-১২ মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এর ফলে সেখানে অনেক মানুষ ও ১৮টি যানবাহন আটকা পড়ে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ৩০ জনকে হাসপাতালে জরুরি সেবা দেয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীনদের জীবন ‘ঝুঁকিতে নেই’ বলে জানিয়েছে তারা। তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি

স্থানীয় সংবাদ আউটলেটগুলোর শেয়ার করা সোশ্যাল মিডিয়া ফুটেজে একটি গভীর, অন্ধকার গর্ত থেকে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে যেখানে গাড়িগুলো পড়ে গেছে বলে মনে করা হচ্ছে।
সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে। অবশ্য মহাসড়কে ধসের কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *