সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মোঃ রবিন চৌধুরী (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।
৮ অক্টোবর, মঙ্গলবার রাত ১ টার দিকে একাধিক মামলার (মার্ডার, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি, এ্যাটেম্পট টু মার্ডার, ছিনতাই, মারামারি ) এজাহারভুক্ত আসামির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের উত্তর মৌড়াইল, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মোঃ রবিন চৌধুরী হলেন মৃত খবির চৌধুরী ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
