টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর এবারই প্রথম ক্রিকেটের শর্টার ফরম্যাটে মাঠে নামছে টাইগাররা। ভারতের গোয়ালিয়রে দীর্ঘ ১৪ বছর পর ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে মাত্র ১ বার জয় পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞতায় ঠাসা টাইগারদের এই দলের সুযোগ এসেছে জয়ের সংখ্যা বাড়ানোর।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ অক্টোবর, রবিবার সন্ধ্যায় শক্তিশালী ভারতের মোকাবিলা করবে সফরকারী বাংলাদেশ।
এই ম্যাচে দলের ওপেনার হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ লিটন কুমার দাস এবং পারভেজ হোসাইন ইমন। সম্প্রতি ভাল খেলার পুরষ্কার হিসেবে জাতীয় দলে এসেছেন ইমন। যুব বিশ্বকাপ জেতা এই তারকাকে দেখা যেতে পারে দলে। আর লিটন দাস থাকছেন তা একপ্রকার নিশ্চিত।
যথারীতি তিনে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও তার ব্যাটে রানের দেখা নেই অনেক দিন। চারে থাকবেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে এরপরেই দেখা যেতে পারে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।
এরপর থাকতে পারেন জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন। রিশাদ অবশ্য বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবে থাকতে পারেন দলে। রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ।
তিন পেসার নিয়েই সাজানো হতে পারে বোলিং লাইনআপ। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দলে থাকছেন সেটা একেবারেই নিশ্চিত করে বলা চলে। এদের সঙ্গে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মন্দ নন তিনি।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
