ফল-ফসল ও উৎপাদনের অভিযাত্রায় অনলাইন প্লাটফর্ম ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ এর বিশেষ ইভেন্ট আনারময়ী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা শহরের শতাধিক ছাদবাগানী অংশগ্রহণ করেছেন৷ বিশেষ করে যারা উৎপাদনশীল বাগান করতে আগ্রহী তাদের উপস্থিতি ছিল বেশি ৷ এই ইভেন্টে ছাদ বাগানিরা নিজেদের মাঝে নানান প্রজাতির দুর্লভ জাতের প্রচুর ফুল-ফল ও ফসলের চারা, বীজ ও কাটিং আদানপ্রদান করেছেন৷
ছাদবাগান গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মুফতি কাজী এনামের সঞ্চালনায় বৃক্ষপ্রেমিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত৷
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম মাসুদ, শাকিল আহমেদ সারওয়ার, মাও. মুছা সরকার, মাও. আহমেদ নূর, জুয়েল ইক্বরাম, কাজী ফারজানা, আফরোজা হানি, মৌসুমি আক্তার সহ অনেক সদস্য ৷
ইটপাথরের গড়া সবুজশুন্য শহুরে জীবনে বিষাক্ত আলো-বাতাসে অভ্যস্ত মানুষেরা খুজে বেড়াচ্ছে এক টুকরো নির্মল বাতাসের গন্ধ৷ খুজছে সামান্য ফরমালিনমুক্ত খাবারের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপ সেই সকল বাগানিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে সবসময় নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে৷ গ্রুপের এক্টিভিটির ভুয়সী প্রশংসা করছেন অনেকেই৷ ছাদের পরিত্যক্ত অংশ, বেলকনি অথবা আঙ্গিনায় অব্যবহৃত জায়গাগুলো যেন ফাঁকা পড়ে না থাকে, ছাদবাগানীরা নিরব সাধকের মতো চেষ্টা করে যাচ্ছেন সেখানে প্রিয় ফলের চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ৷
ছাদ বাগানিরা ফলের চাষের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রত্যেককে প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে করে ডেঙ্গু বা মশাবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকা যায়।সবুজশূন্য শহরের বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি পেতে ছাদবাগান বাড়াতে হবে
