
বিশ্ব জাদুঘর দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। “দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ মে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের পাদপীঠ, সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার গৌরবময় অতীতকে সংরক্ষণ করতে জাদুঘরের প্রয়োজনীয়তা অপরিসীম। জাদুঘর হচ্ছে অতীতের প্রামাণ্য দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে সহায়তা করে। আমরা ভবিষ্যতের প্রতি দায়বদ্ধ—তাই শুদ্ধ ইতিহাস চর্চার জন্য জাদুঘরকে সমৃদ্ধ করা সময়ের দাবি।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, উইজডম স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আবু শামীম মোঃ মামদুদ মোল্লা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিজেই-এর সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জেলা পর্যায়ে জাদুঘরের গুরুত্ব এখন সময়োপযোগী। ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামকে একটি স্থায়ী অবকাঠামোর আওতায় আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বরাদ্দ ও প্রয়োজনীয় সহায়তা জরুরি। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম বেসরকারি আর্কাইভ হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও টিকে আছে। তবে কাঙ্ক্ষিত উন্নয়ন আজও অধরা।
ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে জাদুঘরকে আরও আধুনিক ও তথ্যসমৃদ্ধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভাটি জাদুঘরের গুরুত্ব, ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে নতুন আশার সঞ্চার করেছে।