বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই নারী আটক

Spread the love

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা মূল্যের (২ কেজি ৭৮৪ গ্রাম) স্বর্ণের বারসহ ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

২ সেপ্টেম্বর ,সোমবার বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার থেকে তাঁদের আটক করা হয়।

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- ইএ-১৪৮ বিমানটি শাহজালালে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে দুই যাত্রী ছনিয়া আক্তার ও ছালমা বেগমকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে নিয়ে আসা হয়। তাদের দুইজনের কাছে থাকা দুইটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

মিজানুর রহমান আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *