নতুন দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা

Spread the love

অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ দায়িত্ব বাড়ল তাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য ও অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে দায়িত্ব বাড়িয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এরও দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফকেও দায়িত্ব বাড়িয়ে ভূমি মন্ত্রণালয় এরও দায়িত্ব দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্ৰণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। সর্ব শেষ নৌ-পরিবহন মন্ত্রণালয় যুক্ত হয়েছে তার দায়িত্বের আওতায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের দায়িত্ব বাড়িয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

এসব মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগে ন্যস্ত ছিল প্রধান উপদেষ্টার ওপর। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে রয়েছে ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।

এগুলো হলো– মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

উল্লেখ্য, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরো চার উপদেষ্টা।

গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয়। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবার দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *