বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

Spread the love

চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ওই ব্রিফিং করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শ‌নিবার প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

রবিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে বসবেন। এ ছাড়া বিকেলে তি‌নি সাংবা‌দিকদের ব্রিফ করবেন।

সূত্র আরও জানায়, সোমবার (১২ আগস্ট) উপদেষ্টা তৌ‌হিদ হোসেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন।

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করার বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।

শেখ হাসিনার পতনের পর গত বৃহস্প‌তিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকারের কূটনী‌তির দেখভালের দা‌য়িত্ব দেওয়া হয় সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *