অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

Spread the love

দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনেএ কথা বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, দেশ পরিচালনার জন্য শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এ সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন তারা।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আমাদের সহযোগিতা করেন।আপনাদের সব দাবি পূরণ করা হবে।

তিনি বলেন, চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত থাকুন। সবাই মিলে সুন্দর দেশ গড়বো।

এ সময় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *