প্রশ্নপত্র ফাঁস: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন পিএসসির

Spread the love

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৯ জুলাই, মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান সোমবার (৮ জুলাই) এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে। কমিটির সদস্য করা হয়েছে পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

পিএসসির চেয়ারম্যান জানান, অভিযোগ তদন্ত করতে এ কমিটি করা হয়েছে। যাদের নামে অভিযোগ প্রমাণিত হবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, রবিবার (৭ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রতিবেদন প্রকাশের পরদিন ও প্রশ্নফাঁসের অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *