ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ জুলাই, সোমবার ভোরে কসবা পৌরসভার দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ মিয়া (৩৬) উপজেলার শিমরাইল সাতপাড়া এলাকার হাছন মিয়ার ছেলে ও একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে নুরুল হক প্র. নুরু মিয়া (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহাম্মেদ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ কসবা এলাকার হারুন মিয়ার বাড়ির পাশের রাস্তার উপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।