কমান্ডার হত্যার জেরে ইসরাইলে আক্রমণের হুঁশিয়ারি হিজবুল্লাহর

Spread the love

ফিলিস্তিনকে সমর্থন দিতে তাদের হয়ে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। সেই সংঘাতে এখন ইসরাইল সেনাদের হামলার শিকার হতে হচ্ছে তাদেরকেও। সেই হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহর এক কমান্ডার। যে হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলের ‘নতুন সাইটে’ আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরাইলের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার ইসরাইলে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা হাশেম সাফিউদ্দীন। ইসরাইলের নতুন কোনো অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

কমান্ডারের শেষকৃত্যে বক্তৃতাকালে সফিউদ্দীন বলেন, ‘হামলার প্রতিক্রিয়া ধারাবাহিকতা ধারাবাহিকভাবেই চলতে থাকে। আর এই সিরিজটি এমন নতুন সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে থাকবে যা শত্রুরা কল্পনাও করেনি যেখানে তাদের আঘাত করা হতে পারে।’

কমান্ডার হত্যার জেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার অন্তত ২০০টি রকেট এবং প্রায় দুই ডজন ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *