ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেছেন, দর্শকনন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে দেশ ও জনগনের স্বার্থে
ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে খবরের পাশাপাশি তাদের ব্যতিক্রমী অনুষ্ঠান রয়েছে যা দর্শক হৃদয়কে জয় করে নিয়েছে। তিনি দেশের এই গুরুত্বপূর্ণ টেলিভিশন চ্যানেলটিতে সত্য ও বস্তুনিষ্ট সংবাদের ধারাবাহিকতা ধরে রেখে নিত্য
নতুন খবর উপস্থাপনের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে আহ্বান জানান। তিনি গতকাল বুধবার সকালে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ছানামুখী, পুতুল নাচসহ ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয়গুলোকে দেশের জিআই পণ্য, সেবা ও বিনোদন হিসেবে স্বীকৃতি পেতে উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই ছানামুখী
দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান
শিশিরের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী শরীফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীমউদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের
সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু।আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইশরাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নাজমুল।
পরে প্রধান অতিথি অতিথিবৃন্দকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও
ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।