অলিম্পিকের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই মেসি-ডি মারিয়া

Spread the love

বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তর আসর অলিম্পিকের আগমনী সুর বাজতে শুরু করেছে কোপা আমেরিকার ব্যস্ততার মাঝেই। আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের।

এবারের অলিম্পিকের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে, টুর্নামেন্ট থেকে আগেই নাম সরিয়ে নিয়েছেন মেসি-ডি মারিয়া। অন্যদিকে অ্যাস্টন ভিলার কারণে অলিম্পিকে খেলা হচ্ছে না এমিলিয়ানো মার্টিনেজের। তাই এই তিন ফুটবলারকে ছাড়াই প্যারিস অলিম্পিককে সামনে রেখে ১৮ সদস্যের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের মাসচেরানো। এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে বিশ্বকাপজয়ী ফুটবলার নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ।

এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। বাকি ম্যাচগুলো গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ ইউক্রেন এবং ইরাক।

একনজরে অলিম্পিকের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: লেয়ান্দ্রো ব্রে, হেরোনিমো রুলি
ডিফেন্ডার: মার্কো দি সেসার, হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওন
মিডফিল্ডার: এসেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন সেনন
ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, হুলিয়ান আলভারেস, লুকাস বেলট্রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *