১০ দিন পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া

Spread the love

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ১০ দিন পর বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন চিকিৎসা শেষে গুলশানের বাসায় রওনা হয়েছেন।

২ জুলাই, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

তিনি জানান, ইতোমধ্যে ম্যাডামের গুলশানের বাসভবনে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

উল্লেখ্য, গত ২১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। খালেদা জিয়ার হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৫ জুন সাবেক প্রধানমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসকেরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *