বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ইসরাইলের সাবেক জেনারেল ইজহাক ব্রিক বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হবে ইসরাইলের জন্য একটি ‘সম্মিলিত আত্মহত্যা’।
বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইজহাক ব্রিক বলেছেন, ‘আমরা যদি সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কী করছে তার দিকে মনোযোগ দেই, তাহলে আমরা দেখতে পাই যে হাজার হাজার একর দগ্ধ ভূমিতে বসতিগুলো ভেঙে পড়েছে এবং বিরান পড়ে রয়েছে।
তিনি বলেন, গাজায় যে দৃশ্যগুলো সচারচর দেখা যায়, তা আজ অধিকৃত অঞ্চলটির উত্তর অংশেও দেখা যাচ্ছে।
এ সময় ইসরাইলি ভূমি লক্ষ্যে কয়েক মাস ধরে চলা ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে দেশটির আয়রন ডোম কার্যত ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন সাবেক এই জেনারেল।
তিনি বলেন, ‘আমরা প্রতিদিন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র বা পরবর্তী যুদ্ধের জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছি না’।
ব্রিক এ সময় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘যখন একটি যুদ্ধক্ষেত্রে ইসরাইলের কোনো সেনাবাহিনীই নেই, তখন তারা কীভাবে ছয়টি মোকাবিলা করবে? তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মোকাবিলা কিভাবে করবে?’ সূত্র: ইরনা