বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় শান্তিপূর্ণ সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দিয়েছে বলে আমাদের সময়কে নিশ্চিত করেছেন দলটির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ।
গত বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ তিনটি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীর সমাবেশের বিষয়টি জানাতে গতকাল বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে চিঠি নিয়ে যান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
তারা অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) একেএম হাফিজ আক্তারের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবারের সমাবেশের বিষয়টি ডিএমপিকে জানানো হয়েছে। তারা (পুলিশ) আমাদেরকে সহযোগিতা করবেন সেই আশ্বাস পেয়েছি।’
আজ রাতে আবদুস সালাম আজাদ বলেন, ‘ডিএমপি আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করার বিষয়ে অনুমতি দিয়েছে। তবে, জানতে চেয়েছিল লোক সংখ্যা কত হবে। আমরা বলেছি, ২০-২৫ হাজারের কম অথবা বেশি।’
আগামী শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। তবে, এবারের সমাবেশে ব্যানার ও ফেস্টুনে শুধুমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, সমাবেশে জনসমাগম ঘটাতে দলের অভ্যন্তরে নানামুখী তৎপরতা রয়েছে। এরইমধ্যে সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং পদপ্রত্যাশী নেতারাও নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘শনিবারের সমাবেশ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ক্রমেই আরও জোরাল হবে।’