সুপার এইটের ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশ

Spread the love

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষ, এবার সুপার এইটের পালা। বেশ নাটকীয়তার পর সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের ৪ ম্যাচে ৩ জয়ে সেরা আটে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা মাঠে নামলেও বাংলাদেশ নামবে দুদিন পর। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন শান্ত-সাকিবরা।

বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপটা বেশ স্মরণীয়। কারণ ২০০৭ সালের পর ফের সুপার এইটে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (১৮ জুন) বাংলাদেশ সময় ভোরে অ্যান্টিগায় পা রেখেছেন ক্রিকেটাররা। এ সময় ফুরফুরে মেজাজে দেখা গেছে শান্তদের। এই একই ভেন্যুতে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচও খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সুপার এইট পর্বে বাংলাদেশ দল ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২১ জুন ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ২২ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবেন শান্তরা। ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। সেখানে ২৫ জুন ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী দুদিন এই মাঠে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হওয়াতে বেশ সতর্ক বাংলাদেশ। কারণ অসিদের বিপক্ষে হোক টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, বাংলাদেশকে কখনও খুব একটা ছন্দে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *