বিসিবির কোচ জাফরুল এহসান আর নেই

Spread the love

২০২২ সালের ডিসেম্বর থেকে ক্যান্সারে ভুগছিলেন জাফরুল এহসান। প্রাণঘাতী এই রোগের সঙ্গে লড়াইয়ে আজ (১৮ জুন) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বনামধন্য এই কোচ। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

জাফরুলের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।
বিসিবি এক বিবৃতির মাধ্যমে শোক বার্তা জানিয়েছে।
২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হন জাফরুল। এর পর থেকে ক্রিকেট বোর্ডের বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন তিনি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত।
এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন জাফরুল। জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত।
জাফরুল কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবেও। লেভেল-৩ সার্টিফায়েড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভিন্ন ভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *