বিশ্বকাপ থেকে বিদায়ের আগে ডাচদের বড় ব্যবধানে হারাল শ্রীলংকা

Spread the love

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি নবম আসরে বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় শ্রীলংকা ক্রিকেট দল। আজ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের সান্ত্বনার জয় পায় শ্রীলংকা।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগে ব্যাট করে কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের পাহাড় গড়ে শ্রীলংকা।

দলের হয়ে মাত্র ২১ বলে এক টার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন চারিথ আসালাঙ্কা। ২৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন কুশাল মেন্ডিস। মাত্র ১৫ বলে এক চার আর দুটি ছক্কার সাহায্যে ৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ৬ বলে এক চার আর দুটি ছক্কার সাহায্যে ২০ রানের টর্নেডো ইনিংস খেলেন অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যর্থ হন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ১১ বার শূন্য রানে আউট হন। তার আগে তিলকরত্নে দিলশান ১০ বার শূন্য রানে ফেরেন।

১২০ বলে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শ্রীলংকার বোলিং তোপের মুখে পড়ে ১৬.৪ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস। ৮৩ রানের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শেষ করে শ্রীলংকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *