স্পিকার পদেও প্রার্থী দেয়ার পরিকল্পনা ইন্ডিয়া জোটের

Spread the love

বিনা যুদ্ধে বিজেপির হাতে স্পিকার পদ তুলে দেয়ার ঘোরতর বিরোধী ‘ইন্ডিয়া’। ভারতে লোকসভার স্পিকার পদ সহজেই বিজেপি পেয়ে যাক তা কোনওভাবেই হতে দিতে চাইছে না ‘ইন্ডিয়া’। সূত্রের খবর, ঠিক যেভাবে প্রেসিডেন্ট নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী করা হয়েছিল এবারও বর্ষীয়ান কাউকে প্রার্থী করতে চাইছে তৃণমূল।
এনডিএ-র শরিকদল টিডিপি বা জেডিইউয়ের কাউকে স্পিকার করা হলে তাকেই ‘ইন্ডিয়া’র পক্ষ থেকে সমর্থন করা হবে বলেই একপ্রকার ঠিক হয়েছে। তবে, বিজেপি যদি শরিকদের হাতে না ছেড়ে নিজেদের দলের কাউকে স্পিকার পদের জন্য বেছে নেয় তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও পালটা প্রার্থী দেয়া হতে পারে। একইসঙ্গে বিগত দু-বার লোকসভায় সহ- স্পিকার পদটি খালি পড়ে থাকলেও এবার যাতে ‘ইন্ডিয়া’য় থাকা দলগুলোর কোনও এমপিকে সেই পদে বসানো হয় তা নিয়েও সরকারের উপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বিরোধীরা।
স্পিকার পদ নিয়ে ‘ইন্ডিয়া’র সমস্ত দলের মধ্যে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। ২৪ জুন সংসদের অধিবেশন শুরু হওয়ার পর তারা নিজেদের মধ্যে বৈঠকও করতে পারে। সূত্রের খবর, ডিএমকের বর্ষীয়ান নেতা, সাতবারের এমপি ৮৩ বছরের টি আর বালুকে জোটের পক্ষ থেকে লোকসভার স্পিকার পদের জন্য প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে। স্পিকার পদ নিয়ে টিডিপির সঙ্গেও যোগাযোগ রাখছে ইন্ডিয়া।
সেক্ষেত্রে বালুর দক্ষিণি পরিচয়কে কাজে লাগিয়েই সহানুভূতি আদায় করার চেষ্টা করা হতে পারে। আবার টিডিপি চাইছে স্পিকার করা হোক তাদের দল থেকেই। অতীতে তাদের দলের জিএমসি বালাযোগী লোকসভার প্রথম দলিত স্পিকার হিসাবে পদ সামলেছেন। এবার বালাযোগীর ছেলে হরিশ মাথুর বালাযোগীকে স্পিকার করা হোক বলেই চাইছে তারা। তাতে নিজেদের রাজ্য অন্ধ্রপ্রদেশে দলিত সম্প্রদায়ের ভোটের ক্ষেত্রে প্রভাব পড়বে বলেই রাজনৈতিক হিসাব কষছে চন্দ্রবাবুর দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *