এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চুক্তি

Spread the love

তুরস্ক ও যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে ওয়াশিংটন কয়েক মাস আলোচনার পর ২৩ বিলিয়ন ডলারের এ চুক্তিতে অনুমোদন দেয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের সূত্রটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন।

চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে। পাশাপাশি দেশটির বিদ্যমান বহরে থাকা ৭৯টি যুদ্ধিবিমানের আধুনিকায়ন করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে তুরস্কের নতুন এফ-১৬ যুদ্ধবিমান কেনাকে ‘একটি বড় পদক্ষেপ’ বলে অভিহিত করে। সেই সঙ্গে ‘এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ-১৬ শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে’ বলে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তারা বলেছে, এ পদক্ষেপ ‘তুরস্কের সঙ্গে নিরাপত্তা অংশীদারির প্রতি যুক্তরাষ্ট্রের স্থায়ী অঙ্গীকারের সর্বশেষ উদাহরণ’।
আইন অনুসারে স্টেট ডিপার্টমেন্ট জানুয়ারিতে কংগ্রেসকে চুক্তির বিষয়ে অবহিত করে। সেই সঙ্গে গ্রিসের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের বিনিময়ে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও জানানো হয়।

সুইডেনের সদস্য পদে তুরস্ক অনুমোদন দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই লেনদেনের বিষয়ে রাজি হয়।
তুরস্কের সংসদ এক বছরেরও বেশি বিলম্বের পর জানুয়ারিতে সুইডেনের ন্যাটো সদস্য পদ অনুমোদন করে। আগামী মাসে ওয়াশিংটনে ন্যাটো নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার আলোচনার কথা ছিল। তবে হোয়াইট হাউসে তাদের প্রথম বৈঠকটি সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে স্থগিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *